
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব দ্বায়রা জামে মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করেন লালমোহন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন।
দোয়া মোনাজাতে মাদ্রাসার হাফেজ, মুসল্লীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কৃষক দলের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকেও দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন
Leave a Reply