
সেলিম রেজা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
সমাজসেবক ও শিক্ষক মো. আহসান হাবিব শাহীনকে ‘ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন’-এর দিনাজপুর জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা কমিটির সভাপতি ডা. চিত্ত রঞ্জন রায়।
সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত সাধারণ সম্পাদককে ফুলেল অভিনন্দন জানিয়ে বলা হয়— মানবাধিকার রক্ষা, সেবা ও ন্যায্যতার জন্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়ন। পাশাপাশি অপরাধমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করছে এ সংস্থাটি। মানব সেবাকে সবার জন্য ইবাদত হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানবতার সেবাই সর্বোচ্চ ধর্ম। যার মনে মানবতা নেই, তার মাঝে কোনো ধর্মীয় মূল্যবোধ থাকতে পারে না।’
সংগঠনটির বিভিন্ন সাফল্য হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়—
দেশে-বিদেশে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা
২০১৭ সালে রোহিঙ্গাদের সহায়তা প্রদান
নুসরাত জাহান হত্যা মামলায় বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
সৌদি প্রবাসী সুমি আক্তারকে উদ্ধারে ভূমিকা
অসহায়দের আর্থিক ও আইনগত সহায়তা
করোনাকালে সারাদেশে ত্রাণ কার্যক্রম
অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল২৪.কম ও অনলাইন টেলিভিশন DITV চালু
দেশে অসহায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দিতে ব্রাইট এডুকেশন প্রতিষ্ঠা
ধর্ষণসহ বিভিন্ন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন আয়োজন
সংস্থাটি ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ডা. চিত্ত রঞ্জন রায়
সভাপতি
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন, দিনাজপুর জেলা কমিটি
মোবাইল: ০১৭৪৪-৮৬০৮২০
Leave a Reply