
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াল ইউনিয়নের দোললা বানিয়া খাড়ি আত্রাই নদীতে ২৫-২৬ বছরের দুইটি ম,র,দেহ সোমবার সকাল ১১ টার পর ভেসে যাচ্ছিলেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এ সময় স্থানীয় লোকজন দেখতে পায়।
স্থানীয়রা দ্রুত চিরিরবন্দন থানা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘট,না,স্থলে এসে ভাসমান অবস্থায় দুই যু,ব,কের ম,র,দেহ উ,দ্ধার করেন।
ঘটনাস্থলে থাকা স্থানীয়রা বলেন,সকালে প্রথমে একটি ম,র,দে,হ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় ব্রিজের নিচে ভেসে আসলে কিছুক্ষনের মধ্যেই আরেকটি ম,র,দে,হ ভেসে আসে।
স্থানীয়রা আরো বলেন কয়দিন আগেকার ম,র,দেহ অর্থাৎ ৪-৫ দিন হবে,২৫-২৬ বছরের ম,র,দে,হ দুটি অনেকটাই প,চে গেছে।
অবশ্যই কে,বা কাহারা হ,ত্যা করে ফেলে দিয়ে যেতে পারে নদীতে। দুইজনের পরনে প্যান্ট শার্ট সোয়েটার সহ মাফলাট অবস্থায় ভেসেছিল নদীতে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার তদন্ত ওসি এস এম হাবিব।
ভা,স,মান দুই যু,ব,কের পরিচয় পাইনি পুলিশ,মৃ,ত,দে,হ দুটিকে আইনি কাজ শেষ করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
Leave a Reply